\ বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ কবিতায় বিশেষ অবদান রাখায় “অমর একুশে সাহিত্য সম্মাননা”য় ভূষিত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটরিয়ামে কৃষ্ণচূড়া কবি-সাহিত্যিক বলয় কর্তৃক এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন-২০২০’র সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কবি প্রভাষক মামুন আহমেদের হাতে। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।
স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহিদ হোসেন শাহিন’ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কবি চাষী আব্দুল হক, ভারতের পশ্চিম বঙ্গের খ্যাতনামা কবি তারক নাথ দত্ত ও ইতিহাস গবেষক সোহেল মো. ফকরুদ-দীন, কবি ওয়াহিদ মুরাদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলা নারী অধিকার নেত্রী মীরা রানী চৌধুরী, কবি ও ভাষা গবেষক ডা. এম এ মোক্তাদির, কবি দীনেশ মণ্ডল, কবি আব্দুল হাই বখ্শ, কবি রবীন্দ্রনাথ মণ্ডল, কবি আতিক শাহিন, কবি নুরুল আমীন, কবি আব্দুল্লাহ্ আল নোমান জোহাদী, কবি সুশীল কুমার মণ্ডল, কবি সামিমা হুসাইন সানি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণচূড়া কবি-সাহিত্যিক বলয়ের সভাপতি কবি মাসুম আহমেদ রানা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.