রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি \ বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের খ্রিস্টান পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত আওয়ামী লীগ কর্মী আশিষ বাড়ৈর (৪৫) প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে নিহত আশিষ বাড়ৈর বাড়ির আঙিনায় খ্রিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা তার বৃদ্ধ বাবা অমল বাড়ৈ,মা আশালতা বাড়ৈ,স্ত্রী ¯িœগ্ধা বাড়ৈ,বোন,এক শিশু পুত্র ও দুই কিশোরী মেয়ে সহ স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। এসময় তারা আশিষের কথা স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং ঘাতকদের ফাঁসির দাবী জানান।প্রসঙ্গত উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের শোভা রঞ্জন চৌধুরী ও অমল বাড়ৈ’র মধ্যে দীর্ঘ দিন ধরে দুই একর সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। অমল বাড়ৈ বরিশাল জজ আদালত থেকে শোভা রঞ্জন চৌধুরীর দখলে থাকা ওই সম্পত্তির মালিকানার রায় পান। গত বছরের ২২ ফেব্রæয়ারী জমি সংক্রান্ত এ বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীণ সময়ে স্থানীয় চৌমোহনা বাজারে অবস্থানরত শোভা রঞ্জন চৌধুরীর ছেলে রতন চৌধুরী ও তাদের পক্ষের প্রভুদান,বিভুদান,কালু ও মিলন খবর পেয়ে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অমল বাড়ৈ(৬৫),তার স্ত্রী আশালতা বাড়ৈ(৬০) ছেলে আওয়ামী লীগ কর্মী আশিষ বাড়ৈ(৪৫),পুত্রবধু ¯িœগ্ধা(৪০),মেয়ে গোলাপী বাড়ৈ(২৫),জয় সরকার (১৪),তাদের বাড়িতে বরিশাল থেকে বেড়াতে আসা ফয়সাল মাহমুদ(২০) ও প্রতিপক্ষের কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাত ১০টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশিষ বাড়ৈকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অমল বাড়ৈ,গোলাপী বাড়ৈ, ¯িœগ্ধা বাড়ৈ ও আশালতা বাড়ৈকে বরিশাল শেবাচিম হাসাপাতালে রেফার করেন।বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে শোভা রঞ্জন চৌধুরী,রতন চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেমসকে আটক করা হয়। এ ব্যাপারে নিহত আশিষ বাড়ৈর পিতা অমল বাড়ৈ ২৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়েরে করেন। বর্তমানে ৩ আসামী জেলহাজতে,চার জন জামিনে ও বাকীরা পলাতক রয়েছে। এদিকে ঘটনার পরের দিন ২৩ ফেব্রুয়ারী দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেন। এসময় তিনি নিহত আশিষ বাড়ৈর অবুঝ তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং পরে তিনি আশিষ বাড়ৈর জীর্ণশীর্ণ ঘরের স্থানে পাকা বিল্ডিং করে দেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.