মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকদের মধ্যে বেশির ভাগই দার্জিলিং কিংবা সিকিম যান। কিন্তু সড়ক পথে এই যাতায়াত খুবই সময়াসপেক্ষ বিষয়। তারপরও বাংলাদেশ থেকে সড়কপথেই কষ্ট হলেও যাতায়াত করেন পর্যটকরা। গেলো কয়েকবছর ধরে কলকাতা পর্যন্ত ঢাকা থেকে সরাসরি চলছে ট্রেন। সুযোগ-সুবিধা ও ইমিগ্রেশন পক্রিয়া সহজ হওয়ায় রেলপথে যাতায়াতে যাত্রীর সংখ্যা বেশি। কলকাতায় পরিচালিত ট্রেনযোগাযোগ ভালো হওয়ায় শিলিগুড়িতেও বাংলাদেশ থেকে এবছরই ট্রেন চলাচল শুরু করার কথা ভাবছে রেল মন্ত্রণালয়। এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন ভারতের সঙ্গে রেলপথ যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে। শিলিগুড়ি পর্যন্ত ট্রেন গেলে বাংলাদেশ থেকে যেসব পর্যটক দার্জিলিং কিংবা সিকিম যান তাদের সুবিধা হবে। এখন বাংলাদেশ থেকে সরাসরি শুধু সড়ক পথেই শিলিগুড়ি যাওয়া যায়। সংশ্লীষ্টরা বলছেন কলকাতার মত ট্রেন যোগযোগ ব্যবস্থা শুরু হলে সবার জন্যই ভালো। এতে দুই দেশের বন্ধুত্ব আরো বারবে। তাছাড়া পর্যটনের জন্যও এটি একটি ইতিবাচক দিক। তবে কতটুকু সময়ে শিলিগুড়ি পৌছানো যাবে এটি একটি বড় প্রশ্ন রয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.