আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়ার মাদক নির্মূল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় গত ৯ ফেব্রুয়ারী বরিশাল জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দ্বিতীয় বারের মত স্বীকৃতি পাওয়ায় আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে অভিনন্দর ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র নেতৃবৃন্দ। এর আগে তিনি পার্শ্ববর্তী গৌরনদী মডেল থানায় চলতি দ্বায়িত্ব পালনকালে প্রথমবারের মত শ্রেষ্ঠ ওসির সম্মানে সম্মানিত হন।
গতকাল বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর অফিস কক্ষে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে অভিনন্দর ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার এস আই মোঃ তৈয়বুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি. মোল্লা আসাদুজ্জামান সবুজ (দৈনিক বরিশালের আজকাল ও দৈনিক ন্যায় অন্যায়), সহ-সভাপতি. সেলিম রেজা (দৈনিক কলমের কন্ঠ), সাধারন সম্পাদক. মোঃ জহিরুল ইসলাম সবুজ (দৈনিক আমাদের সময় ও এশিয়ান টেলিভিশন ও আলোকিত সময় ), সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন মন্ডল (দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক সুন্দরবন), দপ্তর সম্পাদক জগদীশ মন্ডল (দৈনিক আমার সংবাদ), কোষাদক্ষ. মলয় বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ ও বরিশাল সময়), প্রচার সম্পাদক সৈকত বাড়ৈ (আনন্দ টেলিভিশন), নির্বহী সদস্য সুশান্ত সরকার (দৈনিক বিপ্লবী বাংলাদেশ), সদস্য সাকিব খান ( দৈনিক আজকালের খবর)
এসময় আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, “যেকোনো ত্যাগ ও পরিশ্রমের পুরস্কার ও মূল্যায়নই আনন্দদায়ক। পুলিশ সুপার মহোদয়ের আমার কাজের এই মূল্যায়ন আমাকে আরো বেশি কর্মোদ্দিপনা যোগাবে। আমি যতদিন এখানে থাকবো আইনের শাসন প্রতিষ্ঠা ও এই এলাাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে কাজ করে যাব। এই পুরস্কার প্রাপ্তি আগৈলঝাড়া থানার কর্মকর্তাদের সমন্বিত টিমওয়ার্কে ও সাংবাদিকদের সহযোগীতার ফলেই সম্ভব হয়েছে। আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতি জঙ্গীবাদ, ইভটিজিং ও অপরাধ দমনে সাংবাদিক ও পুলিশ একযোগে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.