রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি\
বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি (নেছারবাদ) সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পাড় হতে গিয়ে ব্রীজটি ভেঙ্গে পড়ে।এসময় ট্রাকটিসহ ব্রিজের অংশ ভেঙ্গে খালের মাঝে পড়ে যায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে চালক ও হেলপার সামান্য আহত হয়। জানা গেছে দূর্ঘটনার শিকার ট্রাকটি পাথরবোঝাই করে বরিশালের দিক থেকে স্বরূপকাঠির দিকে যাচ্ছিলো।ট্রাকটি মাঝামাঝি স্থানে এসে পৌছালে ব্রিজটি বাকা হয়ে ভেঙ্গে যায় এবং ট্রাকটি ব্রিজসহ খালের মাঝ বরাবর পড়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তবে ভাঙ্গা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে।স্থানীয়রা জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠিসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটি। মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর অতিগুরুত্বপূর্ণ এই সড়কের একটি পাকা ব্রিজ ছিলো। যা সংস্কারের জন্য ভেঙ্গে নতুন করে করার উদ্যোগ নেয়া হয়েছিলো প্রায় এক যুগ পূর্বে । সেজন্য পাশে অস্থায়ীভাবে বেইলী ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ বছরেও মূল ব্রিজ নির্মাণ না করায় ওই বেইলী ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে যান চলাচল করতো। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর বরিশালের সাথে স্বরূপকাঠি ও বানারীপাড়ার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজের দু’পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথরবোঝাই করে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। এদিকে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান জানান আপাতত বেইলী ব্রিজটি সংস্কার করে দেওয়া হবে এবং শিগগিরই আধুনিক পাকা ব্রিজ নির্মাণ করা হবে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.