অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের রাউজানে একেএম নুরুল আজম চৌধুরী (৭৫) নামক এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে হত্যাকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা নুরুল আজম হাটহাজারী উপজেলার গড় দূয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি একটা দোকানে বই-খাতা বিক্রি করতেন।
রাউজান থানার ওসি (তদন্ত) মীর হোসেন বলেন, মুক্তিযোদ্ধা ও বই বিক্রেতা নুরুল আজমের লাশ পাওয়া গেছে। তর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেছেন। রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.