অনলাইন ডেস্ক:: দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৮ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা ৮৩৯৬ যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে। নমূনা পরীক্ষা করা হয়েছে ৫০ জনের। আপাতত আতঙ্কের কোন কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।
আইইডিসিআরের পরিচালক জানান, যারা হাসপাতালে ভর্তি আছেন তারা করোনাভাইরাসমুক্ত। তবুও নিরাপত্তার কারণে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাস নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেও জানান তিনি। এছাড়া অন্যদেশ থেকে আসা কেউ যদি সম্প্রতি চীন ভ্রমণ করে থাকেন তবে, তাকে কিছুদিন পরিবারের মধ্যে আলাদা করে থাকার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.