শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেজ পুত্র, দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পারভেজ রানার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর ৩০ নং ওয়ার্ডের কলাডেমা কাজী বাড়িতে বাদ আছর এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নগরীর স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন বেগ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বরিশাল প্রতিদিনের সম্পাদক কাজী মফিজুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী আকতারুজ্জামান হিরু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান লিটন মোল্লা, ফরচুন সুজ লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান, দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল, উপদেষ্টা সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল রাসেল, দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন, আজকের বার্তার বিভাগীয় সম্পাদক কাজী আব্দুল্লাহ-আল ফাহাদ রাব্বী, সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক এম মোবারক আলী, ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক খন্দকার রাকিব, স্টাফ রিপোর্টার জিয়া উদ্দিন বাবু, শাকিল মাহমুদ, এম বাপ্পি, বিজ্ঞাপন ব্যবস্থাপক মোঃ মামুন তালুকদার, ফটোসাংবাদিক জুয়েল রানা, রেদওয়ান রানা, কম্পিউটার ইনচার্জ ফিরোজ গাজীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গত ৩১ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য, দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
গত ১ ফেব্রুয়ারি বাদ জোহর নগরীর ৩০ নং ওয়ার্ডের কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে কাজী রানাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.