জলিলু রহমান স্টাফ রিপোর্টার :"পড়ব বই,গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ"এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বরগুনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে “জাতীয় উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবং বিভিন্ন স্কুলের-কলেজের শিক্ষার্থী ও গ্রন্থাগারের পাঠকরা রেলীতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করে সমাজের সর্বস্তরের মানুষকে বেশি বেশি বই পড়ার তাগিদ দেন। বক্তারা বলেন, সার্বিক জ্ঞাণ অর্জনে বই পড়ার কোন বিকল্প নেই। তাই সাধারণ মানুষকে বই পড়ার প্রতি উৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.