রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি\ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি'র খোঁজ নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার রাতে ফোন করে সোহেল সানির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।উল্লেখ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে নিজেই হাসপাতালে ভর্তি আছেন।একজন অসুস্থ মানুষ অপর একজন অসুস্থ মানুষের খোঁজ নিয়ে তিঁিন তার উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন। এদিকে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সোহেল সানির স্বাস্থের খোঁজখবর নিয়ে বিদেশে সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাবেক জ্যেষ্ঠ সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ২০০৭ সালের ১১ জানুয়ারি ওয়ান ইলেভেনের দিন স্পর্শকাতর একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরে মধ্যরাতে বাসায় ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলায় বামপাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন তিনি। গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের দিন নিউজ টুয়েন্টি ফোরে সংবাদভিত্তিক টকশোতে অংশ নিয়ে বাসায় ফেরার পথে আকষ্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান সাংবাদিক সোহেল সানি ৷বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ ও সাংবাদিক সহকর্মীরা সোহেল সানিকে দ্রুত ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সাবরিনা ইয়াসমিনের অধীনে বেশকিছু দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না ঘটলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি,সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একমাসের অধিক সময় ধরে বিশিষ্ট অর্থোপেডিক্স অধ্যাপক ডাঃ শাহ আলমের অধীনে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন।###
রাহাদ সুমন,
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.