অনলাইন ডেস্ক:: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মসজিদ নির্মাণ করছেন চিত্রনায়িকা রোজিনা। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এই মসজিদের কাজ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন রোজিনাসহ স্থানীয় লোকজন।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লা পাড়ায় রোজিনার বাড়ি। ওই এলাকায় নিজ বাড়ির আঙিনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নামে একটি মসজিদের কাজ শুরু করেছেন।
এ বিষয়ে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, ‘জম্মভূমির টানে চিত্রনায়িকা রোজিনা গোয়ালন্দবাসীর জন্য যে কাজটি করছেন। গোয়ালন্দবাসী সারা জীবন মনে রাখবে।’
চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘যত দূরে থাকি জন্মভূমির কথা সব সময় মনে পরে। কিন্তু ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এই জন্মভূমিতে যেন বারবার আসতে পারি সে জন্যে বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদের কাজ শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘এখানে আরও একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করব
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.