অনলাইন ডেস্ক:: বাংলাদেশে অভ্যন্তরীণ যে কোনো হুমকি মোকাবিলায় র্যাবের বিচক্ষণ সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে রংপুরে পানি উন্নয়ন বোর্ড মাঠে র্যাব-১৩ এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তাফা কামাল উদ্দীন আরও বলেন, দুর্নীতিসহ সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ও অপরাধ দমনে কাজ করছে র্যাব। তাদের এ পথচলা গৌরবের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে র্যাবের ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র্যাব ফোর্সেস এর মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে হতদরিদ্র লোকজন দারিদ্রের করাল গ্রাসে বিচলিত হয়ে মাদক কারবারি ও চোরাচালানে যুক্ত হয়ে পড়ছে। তাদের দরিদ্রতা দূর করতে পারলে সীমান্তে মাদক ব্যবসা বহুলাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ রংপুর অঞ্চলের অন্যতম সমস্যা। এই সমস্যা মোকাবিলায় র্যাবের বিচক্ষণ তৎপরতায় তা এখন শূন্য পর্যায়ে চলে আসছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে ও আতশবাজি ফাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রংপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে পার্থ বড়ুয়ার ব্যান্ড দল সোলস, ঢাকা থকে আসা ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ জানুয়ারি রংপুর বিভাগে র্যাব-১৩ প্রতিষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.