বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের পাশে একাধীক মুরগীর ফার্ম থাকায় প্রকট দুগর্ন্ধ থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে ক্ষুদ্রে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। পরিবেশ দুষণে এলাকায় দেখা দিয়াছে নানা বিধ রোগের প্রাদুভার্ব। সরেজমিন ও সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে ৭ বৎসর পূর্বে উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব খাজুরিয়া দারুল ফালাহ নিন্ম মাধ্যমিক একাডেমী প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়ে প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা হলেও স্কুলের পাশে একাধিক মুরগীর ফার্ম থাকার কারণে পরিবেশ দুষণের কবলে পড়েছে বিদ্যালয় ও পাশের বাড়ীঘরের বাসিন্দারা । বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৬২ জন। প্রতিদিন বিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন ভোগান্তি উত্তরণে ফার্মের মালিক সাবেক প্রয়াত ইউপি চেয়ারম্যান শহিদুল হক তালুকদারের ছেলে নিপু তালুকদার ও তার সহধর ভাই অপু তালকুদারকে পরিবেশ দুষন ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি জানালেও তারা তাদের জায়গায় ব্যবসা করছে এমন কথা বলে পরিবেশ খারাপের কোন বিষয় নেই বলে জানিয়ে দেন। ফার্মের মালিকরা প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না অনেকেই। এবিষয়ে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুস মিয়া বলেন মুরগীর ফার্মের বর্জ ও পানি দুষণের বিষয়টি ফার্মের মালিকদের জানালে সদম্ভ দেখিয়ে তাদের জায়গায় ব্যবসা করছেন এতে অন্যের কিছু যায় আসে না বলে জানিয়ে দেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় ও সংলগ্ন পাঁকা সড়কে হাতে বিভিন্ন ধরণের প্লাকার্ড ধারণ করে পরিবেশ দুষণ ও মুরগীর ফার্ম অপসারনের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেম আজরিন তন্নী’র কাছে জানতে চাইলে তিনি বলেন বিদ্যালয়ের পাশে মুরগীর ফার্মের কারণে পরিবেশ দুষণের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.