তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের ডিপ ফ্রিজ ক্ষ্যাত উপজেলা তেতুলিয়াতে মাঘ মাসের শীতে নতুন করে কাহিল হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সোমবার তা হ্রাস পেয়েছে। তবে ঠান্ডা বাতাসের তীব্রতা বেশী থাকলেও সকাল থেকে দেখা মিলেনি সূর্যের মুখ। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা, মাঝে মাঝে পড়ছে বৃষ্টির ফোটা। আর এ আবহাওয়ায় পুনরায় জেঁকে বসেছে শীত।
আজ সোমবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঠান্ডা বাতাসে প্রায় কাহিল হয়ে পড়েছে এই জনপদটি। সকাল থেকেই জনশূন্য দেখা যায় ব্যস্ততম সড়কগুলো। নতুন এই শীতে একটু উষ্ণতা পেতে আগুন পোহাতে দেখা গেছে গ্রাম-গঞ্জের মানুষদের। তবে সবথেকে বেশী বিপাকে পড়তে দেখা গেছে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ ও স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীরা। হাসপাতালে শীত জনিত রোগির সংখ্যাও বাড়ছে প্রতিদিন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, রোববার সন্ধ্যা থেকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ায় এদিন রাত ৯টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১ দশমিক ৯ মিলিমিটার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.