বি এম মনির হোসেন
আগৈলঝড়া প্রতিনিধি:-
মুজিববর্ষ উপলক্ষে মাদকমুক্ত এলাকা গঠনের অঙ্গীকার নিয়ে দুই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগৈলঝাড়া সদর বাজারে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মাদক ও জঙ্গী বিরোধী গনসচেতনতা সভা অনুষ্টিত হয়েছে।
৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ ও ২নং বাকাল ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে রবিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, বিশিস্ট ব্যবসায়ি খলিল সন্যামত, ৩নং বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।
যুবলীগ নেতা ও ব্যবসায়ি সেরনিয়াবাত ফয়জুল এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ি সহিদুল ইসলাম পাইক, ব্যবসায়ি ও প্রেসক্লাব আহ্বায়ক কে এম আজাদ রহমান, ছালাম হাওলাদার, ছাত্রলীগ সভাপতি ও ব্যবসায়ি মিন্টু সেরনিয়াবাত, ব্যবসায়ি গিয়াস উদ্দিন হাওলাদার, আনোয়ার খান, মশিউর রহমান হাওলাদার, আকবর মোল্লা, জাফর পাইক, জাহিদুল ইসলাম পাইকসহ বাজারের ব্যবসায়ি নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন যে, মুজিববর্ষ উপলক্ষে সরকার দেশ উন্নয়নের যে মহা পরিকল্পনা হাতে নিয়েছে তারই অংশ হিসেবে সমাজ থেকে মাদক নির্মুলের জন্য গনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকাকে মাদক মুক্ত ঘোষনা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুস্ঠিত সভায় জঙ্গীবাদ নির্মুল, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ব্যবসায়ি, যুবক, ছাত্র, ব্যবসায়িসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.