অনলাইন ডেস্ক:: পার্টির কাউন্সিলের অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদসহ ১৬ জনকে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ পেট্রন) বেগম রওশন এরশাদ।
গত সোমবার জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুইজনকে কো-চেয়ারম্যান এবং ১০ জনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজনকে ভাইস চেয়ারম্যান এবং দুইজনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।
নতুন করে কো-চেয়ারম্যান হলেন রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও আলহাজ এম এ সাত্তার।
নতুন করে প্রেসিডিয়াম সদস্য হলেন অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিপি চৌধুরী, অধ্যাপক রওশন আরা মান্নান এমপি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুন, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম নুরু, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান।
এছাড়া পদোন্নতি পেয়ে ভাইস-চেয়ারম্যানরা হলেন আমানত হোসেন আমানত ও মো. ইয়াহিয়া। যুগ্ম-মহাসচিবরা পদে পদোন্নতি পেলেন মো. জসিম উদ্দীন ভূইয়া ও রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.