অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জে বিয়ের পরের দিন সংবাদিক সম্মেলন করেছে এক দম্পতি। নতুন ওই দম্পতি হলেন আনিকা ইসলাম পিংকি ও সোহাগ আলী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে পিংকি লিখিত বক্তব্যে নিজেকে সাবালিকা দাবি করে স্বেচ্ছায় বিয়ে করেছেন বলে জানান। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের কাজী মোস্তফা কামালের কাছে তারা বিয়ে নিবন্ধন করেছেন।’
পিংকি বলেন, তিনি বর্তমানে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী মহানগরের বোয়ালিয়া এলাকায়। তিনি অভিযোগ করে বলেন তার পরিবাবের লোকজন তারও তার স্বামীর ওপর মিথ্যা মামলা দেয়ার ভয়ভীতি দেখাচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
তিনি তার শ্বশুরবাড়ির লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার দাবি জানান। তিনি জানান, তারা সেচ্ছায় বিয়ে করেছেন।
বিয়ে নিবন্ধনকারী কাজী মোস্তফা কামালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকল আইনগত দিক মেনেই ১৩ জানুয়ারি তাদের বিয়ে নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন নং- ১৫/২০২০।
এ বিষয়ে আনিকা ইসলাম পিংকির বাবা আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানান, তার মেয়ে গত ১১ জানুয়ারি কলেজে ক্লাস করতে গিয়ে আর ফিরে না আসায়, আত্মীয়-স্বজনসহ সবখানে খোঁজাখুঁজির পর শেষে বোয়ালিয়া থানা পুলিশকে অবহিত করেছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.