বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের উদ্যোগে সাংবাদিক ও জনগনের সাথে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে থানা চত্তরে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার।
সভায় বক্তারা বলেন এলাকায় ‘মাদক’ সেবন ও ক্রয়-বিক্রয়কে যুব ও ছাত্র সমাজরে প্রধান সদস্যা হিসেবে চিহ্নিত করে মাদকের পাইকারী বিক্রেতাদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান এছাড়াও বলেন কম বয়সি ছেলে মেয়েকে জেন টাচ মোবাইল না দেওয়া হয়, এলাকার কোনো সমস্যাবলী জেনো দ্রুত সমাধান হয় সে আশা ব্যক্ত করেন বক্তারা।
এসময় প্রধান অতিথী অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার সবধরনের সমস্যাবলী ও মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কঠোর নীতির কথা উল্লেখ করে সমস্যা সমাধানে থানা পুলিশকে পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার সমাজে বিভিন্ন অপরাধ ও বিভিন্ন এলাকার মাদকসেবীদের তথ্য সরবরাহর জন্য জনগনকে পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান মতবিনিময় সভায় আরো উপস্হিত ছিলেন আগৈলঝাড়ার সাংবাদিকগন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.