বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৮, বরিশাল একটি
বিশেষ আভিযানিক দল ১১ জানুয়ারি ২০২০ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু লোক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সাকিনস্থ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১১ জানুয়ারি ২০২০ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ নিরব হোসেন সাগর (২৩), পিতাঃ মোঃ খলিল হাওলাদার, সাং- দাওকাঠী হাওলাদার বাড়ী, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, (২) মোঃ পারভেজ হাওলাদার(২০), পিতাঃ মোঃ স্বপন হাওলাদার, সাং- বড়পাশা ৮নং ওয়ার্ড, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ নিরব হোসেন সাগর(২৩) এর নিকট থেকে ২৩ (তেইশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামী মোঃ পারভেজ হাওলাদার(২০) এর নিকট থেকে ২০(বিশ) পিচ সর্বমোট ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,৭০০/- টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.