অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণসহ সারা দেশে অব্যাহত খুন ধর্ষণের প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার বিকালে আরামবাগ গণফোরামের কার্যালয়ে জাতীয় জোটের সমন্বয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জাতীয় ঐক্যফ্রন্টের মহানগর সমন্বয়ক আবদুস সালাম বলেন, শনিবার বেলা ১১টায় ঢাকার জাতীয় গ্রেস ক্লাবের সামনে সারা দেশে খুন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের আতিকুর রহমান আতিক, মোফাক্কারুল ইসলাম নবাব, বিএনপির সহ-মহিলাবিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.