মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
চুয়াডাঙ্গায় বিআরটির অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পরে তাদের ১৫ ও ৭ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে বিআরটিএ অফিসে আকস্মিক অভিযান চালিয়ে ওই দুই দালালকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের ফার্মপাড়া এলাকার হারুন-অর রশিদের ছেলে কল্লোল বিশ্বাস ২৫ ও দামুড়হুদা উপজেলার নূরনগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুজন আলী ১৯ কে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দীন খান জানান দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই দালালকে আটকের পর পৃথক মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিব্বির আহমেদ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি সিব্বির আহমেদ জানান দণ্ডবিধির ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক দুজনকে দোষী সাব্যস্ত করে অপরাধের মাত্রাভেদে ১৫ ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অফিসের সিল মেকানিককে ২শ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.