মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি নলছিটির নাচনমহল ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারী) বেলা ১১টায় নলছিটি স্থানীয় নাচনমহল বাজার এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।উদ্বোধক হিসেবে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে নাচনমহল পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম ও সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত উপস্থিত ছিলেন।
নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নাচনমহল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম নান্নু তালুকদার, সংগঠনের নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক দেবব্রত রায়, আল মামুন সিকদার, মো. ইব্রাহীম তালুকদার, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সিনিয়র সদস্য প্রভাষক মো. আমিনুল ইসলাম তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। গ্রামের অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.