অনলাইন ডেস্ক::: নড়াইলের লোহাগড়ায় যৌন নিপীড়নের শিকার অষ্টম শ্রেণির স্কুলছাত্রী খাদিজা খানম (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউতে খাদিজা মারা যায়। এর আগে গত রবিবার যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে সাব্বির শেখ ওরফে ইমাম শেখ (১৮) প্রায়ই স্কুলে যাওয়ার পথে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা খানমকে উত্যক্ত করতো। সর্বশেষ গত রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফেরার পথে সাব্বির শেখ ওরফে ইমাম শেখ (১৮) এবং তার সহযোগী একই গ্রামের নবির শেখ (২১) ও সজিব শেখ (২২) ওই ছাত্রীর পথরোধ করে। পরে তাকে যৌন নিপীড়ন করে।
ছাত্রীর পরিবার ও গ্রামবাসীরা জানান, যৌন নিপীড়ন সহ্য করতে না পেরে খাদিজা গত রবিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ফিরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যাচেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিক্যালেই ওই ছাত্রীর মৃত্যু হয়।
এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সাব্বির শেখ ওরফে ইমাম, নবীর শেখ ও সজিব শেখকে আসামি করে গত সোমবার (৩০ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে প্রধান আসামি সাব্বির শেখ ওরফে ইমাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাদী ওই ছাত্রীর বাবা মো. সেলিম সরদার জানান, দুপুর ১২টায় খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা খানম মৃত্যু বরণ করেছে। লাশের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাব্বির শেখকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই বিষয়ে তিনি আরো বলেন, শুনেছি ইমাম শেখের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক ছিল। ছাত্রীর বাবা বিষয়টি মেনে নেননি। তাই ওই ছাত্রী আত্মহত্যাচেষ্টা চালায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.