অনলাইন ডেস্ক::: টিভিতে বিপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ইউপি কার্যালয় সংলগ্ন মুসা মিয়া চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে টেলিভিশনে বিপিএল ক্রিকেট খেলা চলাকালে মুসা মিয়া চায়ের দোকানে কতিপয় যুবক প্রতি ওভারে বাজি ধরে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মধ্য বজরা গ্রামের হাজির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (২২), শাহাবুদ্দিনের পুত্র আবদুর রাজ্জাক (৩৫), মোস্তাফিজার রহমানের পুত্র সুজন মিয়া (২৫), মোখলেছুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (২৪), চাঁদনী বজরা গ্রামের নওশের আলীর পুত্র খতিব উদ্দিন লিটন (২০), নুরুল ইসলামের পুত্র সাজেদুল ইসলাম (৪২), আ. ওয়াহেদের পুত্র আ. আউয়াল (৩২), জব্বার আলীর পুত্র সাহেব আলী (২৫), নুরুজ্জামানের পুত্র মোনায়ারুল ইসলাম (১৯), মসহিন আলীর পুত্র রায়হান মিয়া (১৮), আবুল হোসেনের পুত্র নাজমুল ইসলাম (১৯), জয়নুদ্দিনের পুত্র লিমন মিয়া (১৯), আ. মান্নানের পুত্র মিজানুর রহমান (১৯), আবু বক্করের পুত্র ফারুক হোসেন (২৪), হাবিবুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (৩১), ফরমান আলীর পুত্র গোলাম রসুল (৪০), আনোয়ার আলীর পুত্র নজরুল ইসলাম (৩০), সামছুল হকের পুত্র রাজু আহম্মেদ (৩৮) ও কছর উদ্দিনের পুত্র মুসা মিয়া (৩৫)।
পুলিশ আটক জুয়াড়িদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১১টি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা ও ১টি টেলিভিশন জব্দ করে থানায় নিয়ে আসে।
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.