অনলাইন ডেস্ক:: ঢাকার ২ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আওয়ালের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।
এ বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল অভিযোগ করেন, তার মনোনয়ন বাতিলের চেষ্টা হয়েছিলো। রিটার্নিং অফিসের কর্মকর্তাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মনোনয়নপত্রকে বৈধ হিসেবে ঘোষণা দেয়ার জন্য। এটাকে আমার ও আমার দলের জন্য প্রাথমিক বিজয় হিসেবে ধরে নিয়েছি।
কারণ হিসেবে তিনি বলেন, বুধবার গভীর রাত পর্যন্ত আমি অনেক তথ্য পেয়েছি যে, সরকারি অনেক সংস্থাগুলো অনেক চেষ্টা করেছিল খুঁত বের করার জন্য। আমার ঋণ বা বিল খেলাপির অপপ্রচারের চেষ্টা চালানো হয়েছে। যদিও তারা পারেন নাই, এজন্য আমার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা দিয়েছে।
এদিকে এবার ২ সিটিতে মোট ১ হাজার ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। উত্তর সিটিতে মেয়র পদে ৭ জনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে ৭ জনসহ ৫৬৯ টি মনোনয়ন জমা পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.