ঝালকাঠি প্রতিনিধি:কোনো প্রকার অনুমতি না নিয়েই ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। ঝালকাঠির নলছিটিতে ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চলছিল। নলছিটি পৌরসভার অনুরাগ গ্রামে তিলক ব্রিক্সের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় তিলক ব্রিক্সের ম্যানেজার এর নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
ইউএনও রুম্পা সিকদার বলেন, “ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে এবং উপজেলার অন্যান্য ইটভাটায়ও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ইটভাটায় অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বসতবাড়ির লোকজন। অনুমোদন বিহীন সকল ইটভাটা গুলোতে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.