বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে নৌবাহিনীর লেফটেন্যান্ট অফিসার পরিচয় দেয়া এক ভূয়া নৌবাহিনীর লেফটেন্যান্টকে খুলনা রেঞ্জ নৌবাহিনী ও পাথরঘাটা দক্ষিণ স্টোশন কোস্ট গার্ড যৌথ অভিযানের মাধ্যমে আটক করেন ।
আটককৃত ভূয়া নৌবাহিনীর লেফটেন্যান্টের নাম মোহাম্মদ রাসেল। সে বরগুনার বদরখালী ইউনিয়নের স্কুল শিক্ষক রিয়াজুল কিবরিয়ার ছেলে।
পাথরঘাটা থানা সূত্রে জানা যায় আটক রাসেল বিভিন্ন সময়ে নৌবাহিনীর পোশাক পরে ফেসবুকে ছবি আপলোড করে। সে খানে রাসেল সরকারি পোশাক পরে নিজেকে নৌবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। রাসেল কে আটকের সময় নৌবাহিনীর পোশাক ও ব্যাচ উদ্ধার করা হয়।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, আটক রাসেল প্রায় পাঁচ বছর আগে মাস্টাররুলে নৌবাহিনীর সুইপার হিসেবে কাজ করতো।
পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান সোমবার রাতে ভূয়া নৌবাহিনীর অফিসার রাসেল কে পুলিশের হাতে সোপর্দ করে নৌবাহিনীর ও কোস্টগার্ড। এ বিষয়ে নৌবাহিনীর সার্জেন্ট খাইরুল ইসলাম বাদী হয়ে প্রতারণা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, আটক রাসেল কে মঙ্গলবার আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.