অনলাইন ডেস্ক::: সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার মালামাল জব্দ করেছে। এসময় চারজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে বিজিবির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের জাফর আলীর ছেলে নাসির মোড়ল (৩০), একই জেলার মহাকাল গ্রামের মৃত প্রভাত দের ছেলে বিক্রম কুমার দে (২২), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মামুনুর রশিদ (২৮) ও শ্যামনগর থানার দেবলা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে আকবর হোসেন (২৩)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেস বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির আওতাধীন ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা জয়দেব ঘোষের মোটর সাইকেলের গ্যারেজের সামনে অভিযান চালায়। সেখান থেকে দুইটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়। দুইটি ট্রাকসহ মালামালের মূল্য ৯০ লাখ দুই হাজার পঞ্চাশ টাকা।
অপরদিকে গাজীপুর বিওপির সদস্যরা বাঁকাল চেকপোষ্টে অভিযান চালিয়ে, ৭৭ লাখ ৪০ হাজার টাকার আমদানি নিষিদ্ধ ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় মাছ জব্দ করে এবং একটি আইচার ট্রাক আটক করা হয় যার মূল্য ৬৫ লাখ টাকা। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.