মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক ডিজি বেনজীর আহমেদ বলেছেন আমরা শুধু মাদক ব্যবসায়ীদের ধরেই ক্ষান্ত নয় মাদককে যারা অর্থায়ন করে হুন্ডির মাধ্যমে টাকা এপার-ওপার করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। কিছু হুন্ডি ব্যবসায়ী বিদেশে বসে এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের চিহ্নিত করেছি। ওই সমস্ত দেশ থেকে তাদের ধরার চেষ্টা করছি আমরা। বাংলাদেশে পা দিলে তাদের নিষ্কৃতি নেই। কারণ মাদককে আমরা দুষ্প্রাপ্য করতে চাই। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিন অভিশাপ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশের উন্নয়নের জন্য ওই তিন অভিশাপ বড় বাধা বলে মনে করেন তিনি। মঙ্গলবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে আয়োজিত বিচ ম্যারাথন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ শিরোনামে ১০ কিলোমিটারব্যাপী এ বিচ ম্যারাথনে অংশ নিচ্ছেন পটুয়াখালী ও বরগুনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী। র্যাব মহাপরিচালক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, জঙ্গি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মাদক, জঙ্গি-সন্ত্রাসবাদ ও দুর্নীতি এ তিনটি অভিশাপ। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সমাজকে এ অভিশাপমুক্ত করতে হবে।
তিনি আরও বলেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধসহ যে কোনো সংকটের সময় দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করার দেশ। এবারও সবাই মিলে সচেষ্ট হলে দেশের উন্নয়নে এ তিন অভিশাপ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বছরে মাদকের পিছনে প্রয় এক লাখ কোটি টাকার লেনদেন হয় জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন এ বিপুল পরিমাণ অর্থ যদি দেশের উন্নয়নে ব্যয় করতে পারি তা হলে দেশটা আরও এগিয়ে যেতো। আমরা মাদকমুক্ত একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম চাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.