অনলাইন ডেস্ক :: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুর্ণিয়া এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ সেনা সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খুর্ণিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব।
তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস থেকে সেনা সদস্যরা সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতকালীন মহড়া দিতে যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়িবহর ডুমুরিয়ার খুর্ণিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে রেলক্রসিংয়ের খুঁটি ভেঙে মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয় ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস। তারা আহত সেনা সদস্যদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.