বরিশাল নগরের সদর রোড এলাকায় অভিযান চালিয়ে মোহনা জেনারেল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৩২(১) ধারা অনুযায়ী ওজন যন্ত্রের লাইসেন্স না থাকার অপরাধে মোহনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত)-এর ৪ ধারা অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রসিকিউশন অফিসার। অভিযানে করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আজকের ক্রাইম-নিউজ কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.