পটুয়াখালীর দশমিনায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ মো. মোকলেসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ী আটক করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দশমিনা কাঁচা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দশমিনা কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী মোকলেসুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় আটক ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধনী আইন ২০১০ এর ৬(ক) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধার্য করে। আটক পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.