অনলাইন ডেস্ক::: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ২১ নেতাকে বহিস্কার করা হয়েছে এবং ১১ জনকে অব্যাহতি দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ছাত্রলীগের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা।
ছাত্রলীগ থেকে প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ঘোষণার পরপরই তানজিল ভুঁইয়াসহ ১৩ জন সহসভাপতি ও দপ্তর সম্পাদক আহসান হাবীবসহ ২১ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। পরবর্তীকালে তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
এ দিকে, তৌফিকুল হাসান সাগরসহ ৫ জন সহসভাপতি এবং স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌসসহ ১১ নেতাকর্মী স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে কেন্দ্রীয় কমিটি তাদের আবেদন মঞ্জুর করে ওই পদগুলো শূন্য ঘোষণা করে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- সহসভাপতি এস এম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বি এম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান, এস এম হাসান আতিক, স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌস, উপস্বাস্থ্য সম্পাদক রাতুল ইসলাম, শাফিউল সাজিব, উপপ্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন, উপপাঠাগার সম্পাদক রুশী চৌধুরী এবং সহ-সম্পাদক আঞ্জুমানারা অনু।
কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃতরা হলেন— ছাত্রলীগের সহসভাপতি তানজিল ভুঁইয়া তানভীর, আরেফিন সিদ্দিক সুজন, বরকত হোসেন হাওলাদার, আতিকুর রহমান খান, সাদিক খান, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সোহানী হাসান তিথী, আবু সাঈদ, মুনমুন নাহার বৈশাখী, রুহুল আমিন, রাকিব উদ্দিন, ইসমাইল হোসেন তপু ও সোহেল রানা। এছাড়া দপ্তর সম্পাদক আহসান হাবীব, ধর্ম সম্পাদক তাজ উদ্দীন, উপদপ্তর সম্পাদক মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সী ও মমিন শাহরিয়ার, উপসাংস্কৃতিক সম্পাদক আফরিন লাবণী ও বি এম লিপি আকতার এবং সহসম্পাদক সামিয়া সরকার ও রনি চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.