মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোসলেম আলী খান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের বাইপাসমোড়ে মাইক্রোবাস ও টমটম
গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম আলী খান উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আমুয়া থেকে ইঞ্জিন চালিত টমটম গাড়িতে ভাইবেটর মেশিন নিয়ে উপজেলা শহরে আসছিলেন নির্মাণ শ্রমিক মোসলেম আলী খান। বাইপাসমোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টমটম উল্টে ভাইবেটর মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মোসলেমের মৃত্যু হয়। দুর্ঘটনায় টমটম গাড়িতে থাকা আরো পাঁচ শ্রমিক আহত হয়েছে। আহত যাদের নাম জানাগেছে তারা হচ্ছে, আমুয়া গ্রামের নির্মাণ শ্রমিক উজ্জল সরদার (১৮) আবুল কালাম (২৫) জয়নাল সরদার (২৮) ও হেতালবুনিয়া গ্রামের ফরিদ হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র (আমুয়া) ভর্তি করা হয়েছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.