অনলাইন ডেস্ক::ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সাহারুল ইসলাম ওরফে খোকন (৩৫)।
পুলিশের দাবি, নিহত খোকন ডাকাত দলের সদস্য। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি। খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।
মঙ্গলবার রাত পোনে ২টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের পাকাখালের কাছে কৃঞ্চচন্দ্রপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃঞ্চচন্দ্রপুর মাঠে পাকাখাল নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশের এক টহল দল সেখানে যায়।
পুলিশ দেখে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অন্যরা পালিয়ে যান।
পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ওই যুবক একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.