অনলাইন ডেস্ক::আওয়ামী লীগে অনেক রাজাকার আছে, যাদের নাম রাজাকারের প্রকাশিত তালিকায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুর ১২টায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
রাজাকারের তালিকা প্রকাশ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার নিজেদের প্রয়োজনে রাজনৈতিক হীন উদ্দেশ্যে বিভিন্ন তালিকা করছে। রাজাকারদের তালিকা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে তা এখনই বলা যাবে না। আওয়ামী লীগে অনেক রাজাকার আছে যাদের নাম তালিকায় নেই। এ তালিকা তৈরি হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।’
এ সময় রাজাকারদের সঠিক তালিকার করার দাবি জানান তিনি। ওই তালিকায় আওয়ামী লীগে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তাদের নামও অন্তর্ভূক্ত করার দাবি জানান তিনি।
এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.