অনলাইন ডেস্ক::বরিশালের রুবেল হোসেন নামে এক যুবক ১০০ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়েছেন। সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকা থেকে এসময় তার সাথে আরও দুইজনকে গ্রেপ্তার এবং ৪৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করে র্যাব-১১’র একটি টিম। গতকাল রোববার রাতের ওই অভিযানে ২টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটকক মো. রুবেল হোসেন বরিশাল জেলার কাজিরহাট থানার চুনারচর গ্রামের ফারুক মিয়ার ছেলে, মো. নজরুল ইসলাম ফেনী জেলার আফতাবী থানার বালিগার্ড গ্রামের শরিয়ত মিয়ার ছেলে এবং বিল্লাল হোসেন চাঁদপুর জেলার রাজা শহর গ্রামের খালেক মিয়ার ছেলে।
র্যাব-১১ সূত্র জানায়- উপজেলার ফাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী (ঢাকা-মেট্টো- ৩৯-১৮২৩) প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৪ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। এসময় রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরদিকে একই স্থানে আরেকটি প্রাইভেটকার চেক করার উদ্দেশে সিগনাল দিলে গাড়িটি বেপরোয়া ভাবে আমাদের র্যাব সদস্য মনিরুজ্জামানের ওপর তুলে দেয়। এসময় মনিরুজ্জামান নিজেকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। অপর সদস্য প্রাইভেটকারটি থামাতে এক রাউন্ড গুলি করে এতে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী নজরুল ও বিল্লাল আতংকিত হয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সড়কে থাকা অন্য গাড়ীর যাত্রীরা তাদের আটক করে গণপিটুনি দিয়ে র্যাবের কাছে সোপর্দ করে। এ সময় তাদের গালি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.