অনলাইন ডেস্ক::বিজয় দিবসের দিনে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে বেলা ১১টায় একটি মিছিল পৌরসভার ব্যানারে বের করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে পূর্ব নির্ধারিত বিজয় র্যালিটি একই জায়গায় (পোস্ট অফিস মোড় এলাকায়) পৌঁছুলে কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিছু অতিউৎসাহী কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়লে যুবলীগের সাবেক নেতা আবদুল মতিন, মো. সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাসসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে মতিন ও সাঈদকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব জানান, পোস্ট অফিস মোড় এলাকায় কী ঘটেছে তা আমার জানা নেই। ওই সময় আমাদের কর্মীরা বিজয় র্যালির জন্য সবাই বিজয়স্তম্ভে ছিল।
ঘটনা সম্পর্কে জানতে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, র্যালি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা এ ধরনের কোনো অভিযোগ পায়নি।
উল্লেখ্য, বিগত এক দশক ধরে ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.