অনলাইন ডেস্ক:;নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজা, নগদ ৫৯ হাজার টাকা ও চার নারীসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২ এর সদস্যরা।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মন্দী এলাকার ফাইজুদ্দীনের ছেলে সাবেক ইউপি সদস্য হাসান (৫৫), তার স্ত্রী সেলিনা (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খোকনের স্ত্রী মাজেদা (৪৩), শরীফের স্ত্রী নিলুফা (৩৭) ও কেরানীগঞ্জের হাসনাবাদ গ্রামের নিজামের স্ত্রী লাইলী বেগম (৪২)। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মন্দী এলাকার হাসানের নতুন এবং পুরাতন বাড়িতে বিশেষ অভিযান চালায় র্যাব। এ সময় চার নারীসহ সাবেক ইউপি সদস্য হাসানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আড়াইহাজার থানায় হস্তান্তর করেছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.