বরিশালে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বরিশাল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়া শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একই স্থানে শ্রদ্ধা জানিয়েছেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.