অনলাইন ডেস্ক::রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসে ফেনসিডিলসহ আটক হয়েছেন হাসান কবির (৪৭) নামে এক আওয়ামী লীগ কর্মী। রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন স্থল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রবেশের সময় পুলিশের তল্লাশি চৌকিতে ধরা পড়েন তিনি।
আটক আওয়ামী লীগ কর্মী হাসান কবিরের বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকলি এলাকায়। বাবার নাম আশরাফুল ইসলাম। পুলিশ জানিয়েছে তার কাছ থেকে এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে তাকে নগরীর রাজপাড়া থানায় নেয়া হয়।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, সম্মেলন স্থলের প্রবেশ পথে তল্লাশিকালে এক বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
তিনি আরও জানান, সম্মেলনকে ঘিরে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জননিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.