নিউজ ডেস্ক::বরিশাল নগরীতে বিক্রয় নিষিদ্ধ ঔষুধ বিক্রির অপরাধে দি মেডিক্যাস ফার্মেসিকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে নগরীর সদর রোড (লাইন রোডের সম্মুখে) অবস্থিত ওই ফার্মেসিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় মোবাইল কোর্ট।
অভিযানে সহযোগীতা করেন র্যাব-৮ ও ঔষুধ প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জানায়, যেগুলো বিক্রির জন্য ঔষুধ প্রশাসনের কোন অনুমোদন নেই সেই অনুমোদনবিহীন ঔষুধ বিক্রির অপরাধে দি মেডিক্যাস ফার্মেসিতে ১লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.