অনলাইন ডেস্ক::আগামী ৮ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের টিকেট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হবে দর্শকদের। দর্শকদের জন্য টিকিট সংখ্যা ৫ হাজার। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি, মাছরাঙা টিভি এবং নিউজ২৪।
তবে সাধারণ দর্শকদের জন্য বিকল্প ব্যবস্থাও করেছে বিসিবি। ঢাকা শহরে চারটাসহ দেশের কয়েকটি শহরে জায়ান্ট স্ক্রিনে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছে বিসিবি। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিকিট ইস্যুতে পাপন বলেন, ‘আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, অনেক সংস্থা আছে। তাছাড়া মন্ত্রীরা আছেন তাদের টিকেট দিতে হবে। সব মিলিয়ে আসলে টিকেট খুব বেশি থাকবে না। এখানে আমাদের ধারণা অ্যারেঞ্জ কত করতে পারব। আমাদের হাজার পাঁচ ছয় ক্লাব হাউজের এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দিয়ে দেব। আর ভেতরে প্রায় এক হাজার বা দুই হাজার। প্রায় সাত আট হাজারের মতো টিকেট তারা কিনতে পারবে।’
তিনি আরো বলেন, ‘আমরা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করছি। সাত বিভাগে সাতটা স্ক্রিন থাকবে। আমরা নিজেরাই আয়োজন করছি। ঢাকা শহরে টিএসসিতে একটা বসছে, গুলশান বা বনানীতে একটা বসবে, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একটা বসানো হবে। আর এখানে মিরপুরে সিটি কলেজ বা কোথাও একটা বসানোর ব্যবস্থা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.