মোবারক হোসেন, খাগড়াছড়ি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ নির্বাচনের ভোট গ্রহণ চলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ইউনিটের আজীবন সদস্যদের ৩৮৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চৌধুরী আতাউর রহমান পেয়েছেন ২৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০২ ভোট পেয়ে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন মো. শানে আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল পেয়েছেন ২১২ ভোট। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ইউনিটের কার্য নির্বাহী কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক ফলাফল ঘোষণা করেন। এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন, প্রভাষক দুলাল হোসেন, ধীমান খীসা, শহীদুল ইসলাম ও জীতেন বড়ুয়া। এর আগে সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার সাধারণ সভায় সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি ইউনিটে আজীবন সদস্য ৮৮০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৫০ জন।
রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.