মোবারক হোসেন, খাগড়াছড়ি: পাবর্ত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপি শান্তি মেলার আয়োজনসহ সম্প্রীতির কনসার্ট অনুষ্ঠিত হলো খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নে। 
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড, গুইমারা রিজিয়ন ২দিন ব্যাপী শান্তি মেলার শেষ দিনে মঙ্গলবার সন্ধ্যায় জেলার ৫উপজেলার কয়েক হাজার দর্শকের মন মাতালেন চ্যানেল আই সেরা কন্ঠের তারকা, কন্ঠ শিল্পী বাঁধন সরকার পূজা। শুরুতে গুইমারা আর্মি ষ্টেডিয়ামে আয়োজিত শান্তি কনসার্টের উদ্বোধন করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে আজ শান্তির সুবাতাস বইছে। উন্নয়ন, অগ্রযাত্রায় পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও শান্তির এ ধারা অব্যহত রেখে অচিরেই পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: প্রতাপ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম দক্ষিন পূর্ব রিজিয়নের ডিপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ মতিউর রহমান, ডিজিএফআই খাগড়াছড়ি ডিটাচমেন্ট কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আবুদল হাই, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, ল²ীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহাংগীর আলম, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ, জনপ্রতিনিধি’সহ বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার পাহাড়ি-বাঙ্গালি দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্টানের শুরুতেই সেনা সদস্যদের পাশাপাশি উপজাতীয় শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর নৃত্যে পাহাড়ের ঐতিহ্য তুলে ধরা হয়। সবশেষ খ্যাতিমান তারকা শিল্পী বাঁধন সরকার পূজার গানে মাতিয়ে তুলে পুরো আর্মি ষ্টেডিয়াম। এর আগে আতসবাজির ঝলকানিতে মুখরিত হয়ে উঠে গুইমারার রাতের আকাশ
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.