নিউজ ডেস্ক::বরিশালের মুলাদীতে হাত বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০ থেকে ২৫ সদস্যের একদল ডাকাত সোমবার রাত আড়াইটার দিকে মুলাদী বন্দরে প্রবেশ করে। তারা বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের জিম্মি করে বন্দরের বনশ্রী জুয়েলার্স, রিতা জুয়েলার্ন, জননী জুয়েলার্স নামক তিনটি স্বর্ণের দোকান ও রহমত স্টোর একটি মুদি দোকানে লুটপাট চালায়। পরে পুলিশের সদস্যরা আসার আগ মুহুর্তে ডাকাত দলের সদস্যরা ককটেল (হাত বোমা) ফাটিয়ে নদী পথে পালিয়ে যায়। আধঘন্টা ব্যাপি চলা এ তান্ডবে মোট ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকার ওপর লুট করে নেয় ডাকাতরা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘটনাস্থল থেকে একটি বিষ্ফোরিত হাতবোমোর আলামত ও দুটি লাল টেপ পেচানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ডাকাতদের আটকে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.