নিউজ ডেস্ক::বরিশাল-বানারীপাড়া সড়কের নারায়নপুর গাবতলা এলাকায় থ্রি-হুইলারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্য সাইফুল ইসলাম স্বপন (৩৫) নিহত হয়েছেন।
নিহত স্বপন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
বানারীপাড়া হাসপাতাল থেকে স্বপনের মরদেহ উদ্ধারকারী এসআই হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বপন বরিশালে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী থ্রি-হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, ময়নাতদন্ত করার জন্য মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। কিন্তু মৃতের পরিবার ময়নাতদন্ত করতে চায় না। এ কারণে তাদেরকে জেলা প্রশাসকের অনুমতি আনতে বলা হয়েছে। অনুমতির কাগজ দেখাতে পারলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.