অনলাইন ডেস্ক::ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। প্রতিদিন চোরাপথে ভারত থেকে মুসলমান বাঙালিরা প্রবেশ করছে। বুধবার ভোরে মহেশপুরের মগদাশপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করে ৫৮ বিজিবির জুলুলী বিওপির জোয়ানরা। এ নিয়ে গত এক সপ্তায় প্রায় তিন’শ জনকে আটক করলো বিজিবি।
খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় জানান, বুধবার ভোরের দিকে সীমান্ত পিলার ৫৩/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাশপুর মাঠ দিয়ে ৪ বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে দুই বছর আগে তারা ভারতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা হয়েছে।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার নেপার মোড় থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে।
এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপির টহলদল জীবননগরের মকছেদ মার্কেটের সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ সোহাগ নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। সোহাগ মহেশপুরের দত্তনগর এলাকার কেশবপুর গ্রামের টিকার উদ্দীনের ছেলে। তার কাছ থেকে ১টি ডিসকোভার মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ২হাজার ৫শ’১৭ টাকা উদ্ধার করা হয়।
এদিকে মেদিনীপুর বিওপি স্থানীয় একটি আম বাগান থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় এসব তথ্য জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.