বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:-
আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে তৃণমুল পর্যায় থেকে দলকে শক্তিশালী ও গতিশীল করতে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বাকাই খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বরের সভাপতিত্বে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের বাকাই হাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আ’লীগের সভাপতি মতলেব মাতুব্বরের সাভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহ-সভাপতি খাঞ্জাপুর ইউপির চেয়ারম্যান নুর-আলম সেরনিয়াবাত, বাটাজোর ইউপির চেয়ারম্যান আঃ রব হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি মনির মিয়া, সাধারন সম্পাদক কবির খান, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলার কৃষকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতিআতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার পৌর কৃষকলীগের সভাপতি আলমগীর উকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম ছান্টু ভূইয়া।
বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস, পদ প্রত্যাশী সেরনিয়াত মোস্তফা, ফরিদ হোসেন বেপারী, প্রণবরঞ্জন দত্ত ওরফে বাবু দত্ত, প্রদীপ কুমার দত্তসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.