অনলাইন ডেস্ক::কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় ধর্ষকের ১০ বছর এবং সহায়তাকারী যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদাল। অন্যদিকে মাদক মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে ধর্ষণ মামলার রায় দেন।
ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হলো কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের কৌতুক শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ১০ বছরসহ ১ লাখ টাকা জরিমানা এবং সাহায়তাকারী বহলা গোবিন্দপুর গ্রামের কুড়াল শেখের ছেলে ফিরোজ হোসেনের (৩২) যাবজ্জীবনসহ ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন।
অপরদিকে মিরপুর থানায় করা মাদক মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এক আসামির উপস্থিতিতে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন।
মাদক মামলায় সাজাপ্রাপ্ত হলো দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ ওরফে রনি (৩২), পলাতক আসামি পাবনা জেলার শালঘরিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আতাউর রহমান আকাশ এবং মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌশুলি সাইফুল ইসলাম বাপ্পী জানান, ২০১৪ সালের ১৩ আগস্ট কুমারখালী থানায় করা ধর্ষণ মামলায় সাদ্দাম হোসেনকে ১০ বছরসহ ১ লাখ টাকা জরিমানা এবং সহায়তাকারী ফিরোজ হোসেনকে যাবজ্জীবনসহ ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ২১ নভেম্বর মিরপুর থানায় করা মাদক মামলায় শামীম আহম্মেদ ওরফে রনি, আতাউর রহমান আকাশ এবং লিটনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অপরদিকে ২০১৫ সালের ১ অক্টোবর কুমারখালী থানায় দায়ের করা এসিড নিক্ষেপ মামলায় আসামি আল আমিনকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন এসিড অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক অরূপ কুমার গোস্বামী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.